উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নির্বাচিত নিবন্ধ
বাংলাদেশের পতাকা বাংলাদেশ দক্ষিণ এশিয়ারএকটি রাষ্ট্র। দেশটির উত্তর, পূর্ব ও পশ্চিম সীমানায়
ভারতও দক্ষিণ-পূর্ব সীমানায়
মিয়ানমার; দক্ষিণে
বঙ্গোপসাগর। সাবেক “বঙ্গ” বা “বাংলা” নামক ভূখন্ডের পূর্ব অংশ যা পূর্ব বাংলা নামে পরিচিত ছিল সেটি বর্তমান বাংলাদেশ রাষ্ট্র। সুপ্রাচীন কালে বাংলাদেশে প্রথম মানব বসতি গড়ে উঠে। পর্যায়ক্রমে বৌদ্ধ, হিন্দু ও মুসলিম শাসনের পর বাংলা ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। আন্দোলনের ধারাবাহিকতায়
১৯৪৭সালের
ভারত বিভাগেরসময়
পাকিস্তানেরপূর্ব অংশ (পূর্ব পাকিস্তান) হিসেবে বাংলাদেশের সীমানা নির্ধারিত হয়। পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যের কারণে দীর্ঘ আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ রক্তক্ষয়ী
যুদ্ধেরমাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সংবিধান অনুসারে বাংলাদেশে সংসদীয় পদ্ধতিতে পরিচালিত
সরকারপ্রতিষ্ঠিত।
পদ্মা,
মেঘনা,
যমুনাদেশের প্রধান নদী।
বাংলা ভাষাবাংলাদেশের রাষ্ট্রভাষা। দেশের অধিকাংশ মানুষ
মুসলিম। অন্যান্য ধর্মের মধ্যে
হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্ট ধর্ম রয়েছে।
চট্টগ্রামও
মংলাবাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর। (
বাকি অংশ পড়ুন...)
ভালো নিবন্ধ
কেপলার-৫বি নাসা'র কেপলার মহাকাশযান মিশন দ্বারা প্রথম আবিষ্কৃত ৫টি গ্রহের মধ্যে একটি। গ্রহটি একটি উত্তপ্ত বৃহস্পতি গ্রহ যা একটি উপদানবাকৃতির নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করে, যে নক্ষত্রটি সূর্য থেকে অধিক ভরবিশিষ্ট, বড় এবং বিকীর্ণ। কেপলার-৫-এর পরিভ্রমণরত স্থানে একটি গ্রহ আছে বলে ধারণা করা হত এবং তাই এই গ্রহ কেপলার অবজেক্ট অব ইন্টারেস্টের একটি হিসেবে নথিবদ্ধ হয়। পরবর্তীতে পর্যবেক্ষণের মাধ্যমে কেপলার-৫-কে একটি গ্রহ হিসেবে নিশ্চিত করা হয় এবং একই সাথে এর নানা বৈশিষ্ট্যও উদ্ঘাটিত হয়। ২০১০ সালের জানুয়ারির ১০ তারিখে একটি সভায় আমেরিকান এস্ট্রোনোমিক্যাল সোসাইটি গ্রহটির আবিষ্কারের ঘোষণা দেয়। গ্রহটির ভর বৃহস্পতি গ্রহ থেকে ২ গুণ বেশি এবং এটি বৃহস্পতি অপেক্ষা ১.৫ গুণ বড়। এছাড়াও এটি বৃহস্পতি গ্রহ অপেক্ষা ১৫ গুণ বেশি উত্তপ্ত।[৪] কেপলার-৫বি গ্রহ কেপলার-৫ নক্ষত্রকে ৩.৫ দিনে প্রায় ০.০৫১ জ্যোতির্বিদ্যা-একক (৭.৬ গিগামিটার)-এ প্রদক্ষিণ করে। কেপলার ৫বি আমাদের সৌরজগৎ থেকে সিগনাস বা বকমন্ডল নক্ষত্রমন্ডলীতে অবস্থিত। (বাকি অংশ পড়ুন...)
ফেনিকারিস ফেনিকারিস, গঢিরা প্রাকৃতিক সংরক্ষণ এলাকা, মাল্টা।
উইকিপিডিয়া ছাড়াও অলাভজনক প্রতিষ্ঠান
উইকিমিডিয়া ফাউন্ডেশনআরও বেশ কিছু বহুভাষিক ও উন্মুক্ত প্রকল্প নিয়ে কাজ করছে:
RetroSearch is an open source project built by @garambo | Open a GitHub Issue
Search and Browse the WWW like it's 1997 | Search results from DuckDuckGo
HTML:
3.2
| Encoding:
UTF-8
| Version:
0.7.4